রোয়াংছড়ি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মানবীক সহায়তা দিলো বান্দরবান সেনা রিজিওন!
মোঃ শফিকুর রহমান- বান্দরবান প্রতিনিধিঃ-
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় জামছড়ির বাগমারা বাজারে গভীর রাতে আগুিকান্ডের ঘটনায় ১৫টির মত দোকান ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তায় এগিয়ে আশে বাংলাদেশ সেনাবাহিনী।
৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১: ৩০ মিনিটে বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও বান্দরবান জোনের জোন কমান্ডার কর্তৃক বাগমারা বাজারে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হওয়া ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন।
ঘটনার পর বান্দরবান রিজিয়ন থেকে ঘটনাস্থল পরিদর্শনে গেলে বাগমারা বাজারের ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান রিজিওয়ানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক এনডিসি, এফ ডব্লিউ সি, পিএসসি, বান্দরবানের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মঈনুল হক এস ইউ পি, পি এস সি এবং নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান পিএসসি, সহ জোনের অফিসারবৃন্দ ও ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এসময় ক্ষতিগ্রস্ত ১৬ জনের মাঝে বান্দরবান রিজিয়ন কর্তৃক নগদ ৫০০০ ও বান্দরবান জোন কর্তৃক নগদ ৩০০০ সহ সর্বমোট ৮০০০ টাকা করে প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে ০১ করে কম্বল , ০৫ কেজি চাউল, ০২ কেজি ডাউল, ০২ লিটার বিশুদ্ধ পানি,০১ কেজি লবণ, ০২ কেজি আটা ও ১ কেজি সোয়াবিন তেল প্রদান করা হয়।
এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক এনডিসি, এফ ডব্লিউ সি, পিএসসি বলেন ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।পরবর্তী কালে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন, এবং পার্শ্ববর্তী সকলকে উদ্দেশ্য করে বলেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য।
Leave a Reply