বান্দরবানে সকাল থেকে ভোট গ্রহন শুরু
মোঃ শফিকুর রহমান-বান্দরবান প্রতিনিধিঃ-
৭ম ধাপ ইউপি নির্বাচনে সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহন। এতে ভোটাররা শীতকে উপেক্ষা করে ভোট দিতে আসছেন সকাল থেকে। তবে প্রত্যেক বারের মতন এইবারে পুরুষ চেয়ে নারী ভোটার বেশী দেখা গেছে। এইবারে ৭ম ধাপে নির্বাচনে কোনো চেয়ারম্যান প্রার্থীর না থাকলেও সদস্য ও মহিলা সরক্ষিত আসনে প্রার্থীর লড়াই করে যাচ্ছেন সদস্য প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে সকাল থেকে সুষ্ঠুভাবে চলছে ভোট গ্রহন। এতে ভোটার উপস্থিতি দেখা গেছে চোখের পড়ার মতন। অন্যদিকে ভোট কেন্দ্রে আইনশৃঙখলা বাহিনী রয়েছে তৎপরতা।পাশাপাশি পুলিশ, আনসার, সেনাবাহিনী ও ম্যাজিষ্ট্রেট সহ চলছে টহল। তবে সকাল থেকে এই পর্যন্ত ভোট গ্রহন মধ্য দিয়ে কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন সুত্রে জানা যায়, এইবারে ৭ম ধাপে তিন ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ১৫ জন ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৩৮ জন। আরো জানা যায়,৭ম ধাপে ইউপি নির্বাচনকে সামনে রেখে তিন ইউপিতে মোট ভোটার রয়েছে ১৪ হাজার ৮শত ৩০জন। তারমধ্যে মহিলা ভোটার হয়েছে ৭ হাজার ১শত ৮২ জন পুরুষ ভোটার রয়েছে ৭ হাজার ৬শত ৪৮ জন। উল্লেখ্য, এইবারে ৭ম ধাপে ইউপি নির্বাচনে ৬নং জামছড়ি ইউনিয়নেও সংরক্ষিত মহিলা আসনে ২জন, সদস্য পদে ৭জন ও চেয়ারম্যান সহ বেসরকারীভাবে মোট ১০জন প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ
Leave a Reply